1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার শীতার্ত মানুষের মাঝে শীত বস্র বিতরণ ঘন কুয়াশায় বেপরোয়া লঞ্চ চালানোর কারণে, এমভী জাকির সম্রাট তিন , যাত্রী নিহত ১০। ঘোড়াঘাটে বাস ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। গোপালগঞ্জে বিনয় মজুমদার স্মৃতি চারণ ও গুনীজন সম্মননা অনুষ্ঠান। অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের ১ম মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত মোহনগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়  বাহুবলে ডেভিল হান্ট ফেজ টু অভিযানে আ: লীগের দুই নেতা গ্রেফতার। জামায়াতের সঙ্গে জোটে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন। হবিগঞ্জে চুরির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও ব্রিটিশ পাসপোর্ট এনসিপি ছাড়লেন তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা

জামায়াতের সঙ্গে জোটে যাওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

সামান্তা শারমিন বলেন, ‘ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। রোববার (২৮ ডিসেম্বর) এই জোটের ঘোষণা করা হবে।’

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ দলটির শীর্ষস্থানীয় নেতারা। জামায়াতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ইতোমধ্যে পদত্যাগ করেছেন এনসিপি নেত্রী তাসনিম জারা। আরও অন্তত ৫ থেকে ১০ জন পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, এনসিপির জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুমসহ আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন।

আগামীকাল রবিবার জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা হলে তারা পদত্যাগের ঘোষণা দিতে পারেন।

, ‘জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে। এই বিভেদ দূর করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। কে পদত্যাগ করবে আর কে করবে না এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।’

এনসিপি সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা বা নির্বাচনী জোট গঠনের এই চূড়ান্ত মুহূর্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দলটির নারী নেত্রীরা। গত বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচনী জোটের সিদ্ধান্ত নিতে বৈঠক হয়। সেই বৈঠকে নারী নেত্রীরা সাফ জানিয়ে দিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট হলে তারা (নারী নেত্রীরা) প্রয়োজনে একসঙ্গে দল থেকে পদত্যাগ করবেন। সেই কারণে এনসিপি বা আহ্বায়ক নাহিদ ইসলাম সিদ্ধান্ত নিতে পারছেন না।

এছাড়াও, হাসিনা বিরোধী আন্দোলন বা অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও মাহফুজ আলমও চান না জামায়াতের সঙ্গে জোট গঠন করুক এনসিপি। কারণ নারীরা জোটবদ্ধ হয়ে ভেটো দিচ্ছেন। তাই জামায়াতের সঙ্গে জোট গঠনকে কেন্দ্র করে নির্বাচনের আগ মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নিলে ‘জুলাই আন্দোলনের মূল শক্তি’ এনসিপির জন্য হিতে বিপরীত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট