
মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে অগ্নিকাণ্ডে হায়া বিবি (৯০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার(০২ জানুয়ারি )সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুন আর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পলিথিন দিয়ে তৈরি ঝুপড়ি ঘরটি মুহূর্তেই আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, নিহত হায়া বিবির পৈতৃক বাড়ি বরিশাল জেলায়। তার পিতা মৃত জোনাব আলী। বিয়ের পর তিনি যশোরে বসবাস করলেও পরবর্তীতে সন্তানদের অবহেলার কারণে দীর্ঘদিন ধরে বাগেরহাটে তার বোনের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছিলেন। জীবিকার তাগিদে তিনি ভিক্ষা করতেন এবং বোনের বাড়ির পাশে পলিথিনের তৈরি একটি ছোট ঝুপড়ি ঘরে থাকতেন।
ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।