
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
অদ্য ৩/১/২৫, শব্দ প্রেমী সাহিত্য সংসদ, ঘোড়াঘাট, দিনাজপুরের ঘোড়াঘাটে অদ্য ৩ জানুয়ারি সন্ধ্যায়
প্রেমী সাহিত্য সংসদের আয়োজনে , সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হাদী।
অনুষ্ঠিত মাসিক সাহিত্য সভায় প্রধান অতিথি ছিলেন কবি নাসরীন সুলতানা রেখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ কবির, প্রভাষক আতাউর রহমান স্যার, প্রভাষক মাসুম আলী শাহ, মোঃ হাদিউর রহমান, কবি অঞ্জলি রাণী দেবী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান ও কবিতা পাঠ করেন মোঃ জুবায়ের মন্ডল, কবি মমতা রাণী চাকি, কবি ও সাংবাদিক আমিরুল ইসলাম কবীর, কবি মোকছেদ আলী, কবি মাসুদ রানা, কবি আবুল কালাম আজাদ, কবি আক্তারুজ্জামান সুলতান, আফান্নুম মনোয়ার অধীরা, মোহনা সরকার মেধা, সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিক শাহ আলম।
তাছাড়া ব্লাড ফাইটার গ্রুপ,ঘোড়াঘাট এর সভাপতি মেহেদী হাসান, আলোক শিখা ফাউন্ডেশন এর সদস্য মোঃ শাকিলের হাতে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ শব্দ প্রেমী সাহিত্য সংসদ এর পক্ষ থেকে সনদ পত্র তুলে দেওয়া হয়।
এরপর উপস্থিত কবি সাহিত্যিক ও সুধী জনকে নিয়ে ফটোসেশান ও চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
৩-১-২৬