1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে সমাজসেবা দিবস উদযাপন ও ঋন বিতরন মোহনগঞ্জে সালিশ বৈঠক চলাকালে হামলা, বিএনপি নেতাসহ দুজন আহত মরহুম খালেদা জিয়ার, আত্মার মাগফেরাতে‌, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান। চুনারুঘাটে কৃষি জমির মাটি কাটায় ৩ ট্রাক্টর ও ভেকু জব্দ,চালকের কারাদণ্ড।  ​ বাহুবলে আওয়ামীলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে মাহাদীকে ছাড়াতে থানা ঘেরাও, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অবস্থান ঘোড়াঘাটে শব্দ প্রেমী সাহিত্য সংসদ অনুষ্ঠিত। বড়তুলা যুবসমাজের আয়োজিত ডাবল ফ্রিজ বিগভার টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত কৃষক-শ্রমিকরা ভালুকায় বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা।

তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত কৃষক-শ্রমিকরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় দিগন্তজুড়ে আলুর সবুজ সমারোহ দেখা গেছে। উপজেলার বিভিন্ন মাঠে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আলুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। সেচ দেওয়া, রোগবালাই দমনে কীটনাশক স্প্রে—সব মিলিয়ে যেন দম ফেলার ফুরসত নেই চাষিদের।

উপজেলার বিভিন্ন এলাকার আলুখেত ঘুরে দেখা গেছে, কোথাও পুরো মাঠ সবুজ পাতায় ছেয়ে গেছে, আবার কোথাও নতুন করে আলুর গাছ গজিয়ে উঠছে। এতে আলু চাষিদের চোখেমুখে স্বস্তির ঝিলিক ফুটে উঠেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে আলু চাষের বড় চ্যালেঞ্জ ছিল ডিএপি ও পটাশ সারের সংকট। আলু রোপণের উপযুক্ত সময়ে সার না পাওয়ায় অনেক কৃষককে দেরিতে আলু রোপণ করতে হয়েছে।

তানোর উপজেলা কামার গাঁ ইউনিয়নের আলু চাষি কিতাব বলেন, গত বছর শুধু পটাশ সারের সংকটের কারণে বেশি জমিতে আলু চাষ করতে পারিনি। মাত্র ১৫ বিঘা জমিতে চাষ করেছিলাম। এবার আগে থেকেই সার ও বীজ সংগ্রহ করে ২০ বিঘা জমিতে আলু চাষ করেছি।

তিনি আরও জানান, বাইরে থেকে বেশি দামে পটাশ ও ডিএপি সার কিনে আলু চাষ করতে হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ও দাম—দুটোই ভালো পাওনি

 

আলু চাষী কৃষক শহিদুল ইসলাম গত বছর ঋণের টাকায় জমি টেন্ডার নিয়ে ২০ বিঘা জমিতে আলু চাষ করে লোকসান গুনতে হয়েছিল। এবারও একই পরিমাণ জমিতে আলু রোপণ করেছেন। তবে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হওয়ায় দামের বিষয়ে শঙ্কা রয়েছে।

তানোর কামারগাঁ ইউনিয়নের আলু চাষী মিজান বলেন, গত বছর ২০মিতে আলু চাষ করে বড় অঙ্কের লোকসান করেছি। এবছর ঝুঁকি কমাতে ১২০ বিঘা জমিতে আলু চাষ করেছি। একই গ্রামের কৃষক জসিম জানান, গত মৌসুমে ৮০ বিঘা জমিতে আলু চাষ করে প্রায় ৫০ লাখ টাকা লোকসান হয়েছিল। এবারও তিনি একই পরিমাণ জমিতে আলু চাষ করছেন

কৃষক শাওন বলেন, গত বছর ৩ বিঘা জমিতে আলু চাষ করেছিলাম। এবার ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি। তবে আলুর দাম নিয়ে ভেতরে ভেতরে শঙ্কা কাজ করছে।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ আলুখেতে ইতোমধ্যে সবুজ গাছ গজিয়ে উঠেছে এবং কৃষকরা নিয়মিত সেচ ও পরিচর্যায় ব্যস্ত রয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত মৌসুমে তানোর উপজেলায় ১৩ হাজার ৩৮৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৯০ হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ২০০ হেক্টর কম।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা সঠিক সময়ে আলু রোপণ করতে পেরেছেন। যতই আলু চাষ হোক না কেন, এবছর কৃষকদের লোকসান হবে না বলে আমরা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট