1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পানছড়িতে সমাজসেবা দিবস উদযাপন ও ঋন বিতরন মোহনগঞ্জে সালিশ বৈঠক চলাকালে হামলা, বিএনপি নেতাসহ দুজন আহত মরহুম খালেদা জিয়ার, আত্মার মাগফেরাতে‌, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠান। চুনারুঘাটে কৃষি জমির মাটি কাটায় ৩ ট্রাক্টর ও ভেকু জব্দ,চালকের কারাদণ্ড।  ​ বাহুবলে আওয়ামীলীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার। হবিগঞ্জে মাহাদীকে ছাড়াতে থানা ঘেরাও, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অবস্থান ঘোড়াঘাটে শব্দ প্রেমী সাহিত্য সংসদ অনুষ্ঠিত। বড়তুলা যুবসমাজের আয়োজিত ডাবল ফ্রিজ বিগভার টুর্নামেন্টে -২০২৬ অনুষ্ঠিত তানোরে আলুর পরিচর্যায় ব্যস্ত কৃষক-শ্রমিকরা ভালুকায় বাসস্ট্যান্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা।

রাজশাহীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ
(রাজশাহী) জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি হলেন- মো: কাওসার হোসেন তমাল (২৫), রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকার দারুশা গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।

 

থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর এলাকার বাসিন্দা মোসা: নাসরিন জাহান (২৫) গত ০১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মো: কাওসার হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হয়। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে সাক্ষাৎকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে “এসআই, সিআইডি পুলিশ” হিসেবে পরিচয় প্রদান করেন। এ সময় বাদীর সঙ্গে তার খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতি উপস্থিত ছিলেন।

 

পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার একপর্যায়ে অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয় পরিচিত ব্যক্তিরা তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত পুনরায় নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার হিসেবে দাবি করেন।

 

বাদী ও স্থানীয় পরিচিত ব্যক্তিবর্গের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত তার ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর বাদী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো: কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

এ ঘটনায় রাজপাড়া থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্নপূর্বক একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট