
|
স্টাফ রিপোর্ট :
আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন হুমকিমূলক বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ।
তাকে আটকের খবরে হবিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন একদল তরুণ।
অনাং্খিত ঘটনা এড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অবস্থান ও তৎপরতা বৃদ্বি করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মাহদীকে আটকের পর হবিগঞ্জ সদর থানা ঘেরাও করেন তারা। এ সময় থানার প্রধান ফটক বন্ধ থাকায় তারা গেটের বাইরে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে স্লোগান ও উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। মাহদীকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবিতে স্লোগান দিতে দেখা গেছে তাদের।
এই ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে পরিস্থিতি কিছু সময়ের জন্য উতপ্ত হয়ে ওঠে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানকে আটক করে ডিবি পুলিশ। শনিবার সন্ধায় তাকে শহরের শায়েস্তানগর এলাকায় একটি বাসা থেকে তাকে আটক করে মাইক্রোবাসে দিয়ে হবিগঞ্জ থানায় নিয়ে যায় বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানিয়েছিলেন।