
মীর দুলাল।। বাহুবল মডেল থানা পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট’-এর অংশ হিসেবে বাহুবল উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নীহার রঞ্জন দেবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৪ জানুয়ারি ২০২৬) ভোরে তার নিজ বাড়ি বাহুবল উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার দায়িত্বশীল কর্মকর্তা। গ্রেফতারকৃত নীহার রঞ্জন দেব (৫৫) মৃত নেপাল চন্দ্র দেবের পুত্র।
পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহুবল মডেল থানা পুলিশ।