
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে র্যাবের অভি*যানে ২১ কেজি গাঁজাসহ এক মাদ*ক কারবারি গ্রেফ*তার হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটার হাওর এলাকায় এ অভি*যান পরিচালনা করে র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তগঞ্জ ক্যাম্পের একটি দল। অভি*যানে জালাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আট*ক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে সাদ্দাম বাজার এলাকায় অবস্থান নেয় আভিযানিক দলটি। খবর আসে, হাফটার হাওরের জালাল মিয়ার বাড়িতে গাঁজা ক্রয়-বিক্রির প্রস্তুতি চলছে। পরে সকাল ১০টা ৫৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আ*টক করা হয়।