
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক।
শনিবার (৮জানুয়ারি) দুপুরের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে, উপজেলা প্রশাসন ও গনমাধ্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। তিনি বলেন,নির্বাচন অবাদ,সুষ্ঠ্য,নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য করতে, নির্বাচন কমিশন ঘোষিত সকল আইন সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া সুযোগ নেই।
সময় এবং জটিলতা এড়াতে নির্বাচনে সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য এবার অনলাইন আবেদনের মাধ্যমে পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ভোটগ্রহন কক্ষে দশ মিনিটের বেশী কোনো গনমাধ্যম কর্মী অবস্থান করতে পারবেন না। তবে গোপন কক্ষ বাদে ভোটগ্রহণ কক্ষের ছবি এবং ভিডিও ধারন করতে পারবেন। প্রতিটি ভোট কেন্দ্রে তিন থেকে পাঁচটি পযর্ন্ত সিসি ক্যামেরা থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজটোয়েন্টি ফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, ক্লাবের সহ সাধারণ সম্পাদক অতুল সরকার, সহসভাপতি আবুল হাশেম, সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অতুল সরকার ০৮/০১/২৬ ০১৭১১০৫০৯৩৭