
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে আজ সোমবার ( ১২ জানুয়ারী) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ -উজ-জামান, উপসচিব ( বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট) ও জেলা রিটার্নিং কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ , জেলা নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ জেলার আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ। জেলা প্রশাসক মহোদয় বলেন, আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদন করা আমাদের প্রধান দায়িত্ব। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পাদনের জন্য যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। আশা করি, সকলের সার্বিক সহযোগিতায় সুন্দর নির্বাচন করতে সক্ষম হব।
পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে, যে কোন পরিস্থিতি কঠোর হস্তে মোকাবেলা করা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়। সেনাবাহিনীর গোপালগঞ্জের বর্তমান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জানান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসী পাওয়ার এখনো বলবদ রয়েছে,
আমারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর।