
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাটে দিনভর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া দুটি ট্রাক্টর, বালু উত্তোলনের ১০টি মেশিন ও বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান।
ইউএনও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের ইছালিয়া ও জারুলিয়া, আহম্মদাবাদ ইউনিয়নের বাশতলা-কোটবাড়ি এবং রাণীগাঁও ইউনিয়নের পাচারগাঁওসহ বিভিন্ন স্থান ও নদীসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর, ১০টি মেশিন এবং বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে আলাপ ও সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের নামের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
এ ছাড়া ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে আমকান্দি এলাকার মোঃ আব্দুল হকের ছেলে মোঃ অলিউর রহমান সোহাগকে (৩০) দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে নয়জনকে আসামি করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।