
মীর দুলাল।।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি অবৈধ মাদক গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে বাহুবল মডেল থানার পুলিশ দৌলতপুর বাগানবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে নোহা (মাইক্রোবাস) গাড়িতে করে পাচারের সময় ১২ কেজি গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এ এলাকায় মাদক ব্যবসা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন ছিল। পুলিশের এই সফল অভিযান এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বাহুবল থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।