1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জ -০২ আসনে বিএনপি’র মনোনয়ন চ্যালেঞ্জের মুখে। বাগেরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল গোয়াইনঘাটের বীর মঙ্গল শাপলা বিল প্রকৃতির নতুন স্বর্গে পর্যটকদের বাড়ছে আকর্ষণ গোয়াইনঘাটের আব্দুর রউফ কাজলের সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার। বাগেরহাটে বাউল শিল্পি আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে মিলল উত্তরপত্র, তদন্ত কমিটি গঠন বাগেরহাটে ডিপোতে বড় ধরনের চুরি পানছড়িতে ইফার শিক্ষক যাচাই বাচাই সম্পন্ন কোটালীপাড়ায় প্রানীসম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান । মোংলায় ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক

গোয়াইনঘাটের আব্দুর রউফ কাজলের সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল (শেখপুর) গ্রামের কৃতি শিক্ষার্থী আব্দুর রউফ কাজল ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়ে নিজ এলাকার গর্ব হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ফল প্রকাশের পর তাঁর সাফল্যকে ঘিরে পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শৈশব থেকেই মেধাবী ও মননশীল কাজল বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি নিজেকে আরও সমৃদ্ধ করেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে পরিশ্রম, ধৈর্য ও নিষ্ঠাকে পাথেয় করে তিনি এগিয়ে গেছেন লক্ষ্যের দিকে।

চূড়ান্ত ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় আব্দুর রউফ কাজল বলেন, এই সাফল্য একার নয়; মা-বাবার ত্যাগ, শিক্ষকদের অমূল্য দিকনির্দেশনা এবং আপনজনদের ভালোবাসা-আশীর্বাদেরই ফল। তাঁদের দৃঢ় সমর্থন আমাকে পথচলায় শক্তি দিয়েছে। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখাই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন, এই অর্জন আমি উৎসর্গ করছি মা–বাবা, শিক্ষাগুরু ও সব শুভাকাঙ্ক্ষীর প্রতি। সামনে দায়িত্ব আরও বড়—এই পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।

তাঁর এই সাফল্যে গোয়াইনঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। অনেকের মতে, কাজলের অর্জন এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দেবে এবং তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের প্রতি উদ্দীপনা জোগাবে।

৪৫তম বিসিএসের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে আব্দুর রউফ কাজল শুধু তাঁর পরিবার নয়, গোটা গোয়াইনঘাটকেই গর্বিত করেছেন—এমনটাই মনে করছেন এলাকার সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট