মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাধবপুর থানার পুলিশের একটি টিম নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল পাঠানকে গ্রেফতার করেন।
সে ওই ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সালামের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহানুর ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে ধৃত আসামির সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।









