
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আলোচনার কেন্দ্রবিন্দু হতে যা”েছন গণ অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, ইংল্যান্ডের ক্ষমতাসীন লেবার প্রার্টির কর্ণওয়াল বিএমই অফিসার হিসাবে কাজ করার অভিজ্ঞতা ও দেশের বাহিরে ফরেইনস রেমিট্যান্স বিভাগের দীর্ঘদিন এর কাজের অভিজ্ঞতা ,কমিউনিটির জনপ্রিয় মুখ তরুণ প্রজন্মের প্রতিনিধি হ”েছন নবীগঞ্জের বাসিন্দা আলহাজ্ব গোলাম রাব্বানী। ¯’ানীয় সুত্রে জানাযায়, আবুল হুসেন জীবন ড.রেজা কিবরিয়াকে সমর্থণ করায় এবার গণ অধিকার মনোনিত প্রার্থী হলেন, গোলাম রববানী। দীর্ঘদিন ধরে গোলাম রাব্বানী নির্বাচনী এলাকায় প্রচারণা করে আসছেন। গোলাম রব্বানী ইতিমধ্যে প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা দীর্র্ঘ দিন যাবত প্রচার প্রচারণা চালিয়ে আসছে। নেতা-কর্মীরা জানান, গোলাম রববানী একজন কর্মী বান্ধব জনপ্রিয় ও সুবক্তা এবং তারুন্যের আইকনিক নেতা হিসেবে পরিচিত। ইতিমধ্যেই নবীগঞ্জ-বাহুবল এলাকায় রাজনৈতিক কর্মসূচি করে আলোচনায় এসেছেন তিনি। এছাড়া গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে তার। তিনি প্রবাসীর বিভিন্ন দাবি নিয়ে ইতিমধ্যে কথা বলে সাড়া জাগিয়েছেন। নবীগঞ্জ-বাহুবল নিয়ে তার দীর্ঘ পরিকল্পনা ও রয়েছে। গণঅধিকার পরিষদে যুক্ত হয়ে কাজ করেছেন তিনি । ইতিমধ্যে ওই এলাকার সাধারণ ভোটারদের মন জয় করতে কাজ করে আসছেন।