
মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি:
তানোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ ( তানোর -গোদাগাড়ী) ভিআইপি আসনে
তানোরে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার বিকেল তিনটার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
এর আগে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষদ চত্বরে উপস্থিত হন। বিকেল তিনটার দিকে প্রার্থী এসে উপজেলায় উপস্থিত হন। নেতাকর্মীদের পরিষদ চত্বরে রেখে আচরণ বিধি মেনে কয়েকজন নেতাকে নিয়ে ফরম জমা দেন।