
মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব পীরেরগাঁও এলাকায় এই অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযানকালে কৃষি জমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় ৩টি ট্রাক্টর ও ১টি ভ্যাকু (ভেকু) মেশিন জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মো: লিটন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়। আটক লিটন মিয়া আহম্মদাবাদ ইউনিয়নের গংগানগর গ্রামের মো: নিম্বর আলীর পুত্র। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। চুনারুঘাট থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।