1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাই বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২০ তানোরে আটকের পর বিয়ে না করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা। ঘোড়াঘাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত ভালুকায় শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছিন আরাফাত গ্রেপ্তার গোপালগঞ্জে আওয়ামীলীগের পদ পদবী থেকে গণ পদত্যাগ পাংশায় সাংবাদিক’দের সাথে ইউএনও’র মতবিনিময়। ঘোড়াঘাটে কাঁঠাল পাতা বিক্রি করে চলে ছকমলের সংসার। দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু। কাশিয়ানীতে নিখোঁজের ২দিন পর শিশুর মরদেহ উদ্ধার। নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার ভূমি।

ঘোড়াঘাটে কাঁঠাল পাতা বিক্রি করে চলে ছকমলের সংসার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে কাঁঠালের পাতা বিক্রি করে সংসারের স্বচ্ছলতা এনেছে ৫৫ বছর বয়সি ছকমল। শুধু পাতা বিক্রি করেই মাসে তার আয় ৩০হাজার টাকা। প্রতিদিন ভ্যান ভর্তি কাঠাল পাতা নিয়ে তিনি ঘোড়াঘাট পৌর শহরের হাট বাজারে বিক্রয় করেন। চাষাবাদ বাড়ায় ফাঁকা নেই মাঠঘাট, বাধ্য হয়েই যারা ছাগল পালন করছেন তারা কাঠল পাতার উপর নির্ভরশীল হয়ে পরছেন। ছকমল পৌর শহরের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৮বছর ধরে কাঠাল পাতা বিক্রি করছেন। যে কারনে ছাগল চাষিরা তার কাছে পরিচিত একটি মুখ। ঘোড়াঘাট আজাদমোডে ভ্যান ভর্তি কাঠাল পাতা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করেন। তিনি জানান, প্রতিদিন ১হাজার থেকে ১২শ টাকা বিক্রি হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত কাঠাল পাতা বিক্রি হয়। তার ভ্যানে ২শর বেশি পাতার আঁটি নিয়ে আসেন প্রতিটি আটি ২০ থেকে ২৫ টাকা বিক্রি হয়। এতে করে তার প্রতি দিন প্রায় হয় ১হাজার থেকে ১২শ টাকা। স্ত্রী, ছেলে ও একটি মেয়ে নিয়ে সুখেই সংসার চলছে বলে তিনি জানালেন। পাতা সংগ্রহের কথা জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন এলাকার কাঠাল বাগানে গিয়ে মালিকের সাথে গাছ চুক্তি করে পাতা সংগ্রহ করি। তার একজন বড় ক্রেতা পাশ্ববর্তি বাগদা বাজারের লালমিয়া জানান, তার ২৫টি ছাগল রয়েছে ঘাসের অভাবে তাকে প্রতিদিন ১৮ থেকে ২০টি আঁটি কিনতে হয়। উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কাঠাল পাতা ছাগলে জন্য খুবই পুষ্টিকরও প্রিয় খাবার যা তাদের রুচি বাডায় প্রোটিন সরবরাহ করতে ও সার্বিক স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য উপকারী। তিনি আরও জানান শুধু কাঠাল পাতা নয়, অন্যান্য খাবার যেমন ঘাস খড় ও দানাদার খাদ্যও সমানভাবে দেওয়া উচিত। তবে গবাদি পশুর তেমন বিচরনভুমি না থাকায় প্রভাব পড়েছে ঘাস ও কাঠাল পাতার উপর।

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
০৭.০১.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট