1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ। বানিয়াচংয়ে গভীর রাতে মোটরসাইকেল চুরি, পুলিশের তৎপরতায় টহলে উদ্ধার। বাগেরহাটে রেড-ক্রিসেন্টে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ পুলিশের অভিযানে ৪২০ কেজি ভারতীয় জিরাসহ ৩ জন আটক। তানোরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাহ,গোরস্তান,মাদ্রাসা ও মসজিদের পাশে মুরগির ফার্ম করায় মানববন্ধন। ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ইমান–ইলম–ইশক্ এই তিনটির সমন্বয়ে আমাদের কাজ করতে হবে ইনসাফের ভিত্তিতে। নরসিংদীর শিবপুরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা চুনারুঘাটে অবৈধভাবে মাটি উত্তোলনে ৬ মাসের কারাদণ্ড,৫০হাজার টাকা রিমানা।

তানোরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি

রাজশাহী তানোর বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর তানোর উপজেলা, তানোর পৌরসভা,মুন্ডমালা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। তিনি দোয়া মাহফিলে বেগম জিয়ার জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাধায়নে ছিলেন,রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,সহকারী এর্টনী জেনারেল ব্যারিষ্টার শফিকুল হক মিলন,রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম সমাপ্ত,  ও তানোর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান, আপসহীন নেতৃত্ব এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

এর আগে সকাল হতে দুপুর পর্যন্ত তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার  হাফেজদের নিয়ে খতমে  কোরআন পাঠ করান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানোর উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায়। অনুষ্ঠানে উপস্থিত সকলে বেগম জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ধরনের দোয়া মাহফিল দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে চলমান রয়েছে, যা মরহুমা নেত্রীর প্রতি দলীয় নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট