1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে রাতে দিনে প্রকাশ্যে বালু উত্তোলন, হুমকিতে পরিবেশ। মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার। বাহুবলে রাতের আঁধারে মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে ট্রক্টর আটক ও কারাদণ্ড প্রদান। শীতার্তদের মাঝে গোয়াইনঘাট ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ। ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার ছাত্রদলের উদ্যোগে মোহনগঞ্জ পৌর গোরস্থানে আগাছা পরিষ্কার গোপালগঞ্জে জেলা প্রশাসক মহোদয়ের ভোট কেন্দ্র পরিদর্শন। নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক, অর্থসহ গ্রেফতার সাত। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন এবিএম সিরাজুল মামুন

শায়েস্তাগঞ্জে তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে পুলিশ সুপার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতির আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষিত এই জনসভা সফল করতে দিনরাত কাজ করছেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ​জনসভাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন। পরিদর্শনকালে তিনি ভেন্যুর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ​পুলিশ সুপার জানান, জনসভাকে কেন্দ্র করে গোয়েন্দা নজরদারিসহ পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ​পরিদর্শনকালে তাঁর সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সীসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, ​আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য এই জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই মঞ্চ থেকে তিনি হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

প্রার্থীরা হলেন: ​হবিগঞ্জ-১: (ড.রেজা কিবরিয়া, ​হবিগঞ্জ-২: ডা. সাখাওয়াত হাসান জীবন (চেয়ারপারসনের উপদেষ্টা) ​হবিগঞ্জ-৩: আলহাজ্ব জি কে গউছ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক) ​হবিগঞ্জ-৪: সৈয়দ মো: ফয়সল (জেলা বিএনপির সাবেক সভাপতি। এদিকে ​জনসভা সফল করার লক্ষ্যে বুধবার রাতে শায়েস্তাগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের একটি গুরুত্বপূর্ণ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হবিগঞ্জের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে ঐক্যবদ্ধ। জনসভা সফল করতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। ​বর্তমানে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ ও মাঠ সাজানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই জনসভায় জেলার প্রতিটি উপজেলা থেকে লাখো মানুষের ঢল নামবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট