1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ বানিয়াচংয়ের সাঙ্গরে সংঘর্ষে টেটাবিদ্ধ সহ অর্ধশতাধিক আহত! ট্রেনের দাবিতে নোয়াখালীতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ কর্মসূচি! গোপালগঞ্জে মুকসুদপুর বজ্রাঘাতে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু! নরসিংদীর শিবপুরে মাদকের টাকা না দেওয়ায় মাদকাসক্ত পুত্রের হাতে মা খুন । ঝিনাইদহের কোটচাঁদপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় শিশুর মৃত্যু। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় ইকবাল হোসেন ইমন কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! ঝিনাইদহ কালীগঞ্জ নির্মাণাধীন বাড়ির মাটিচাপায় যুবদল নেতার মৃত্যু। গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের উদ্বোধন করলেন ইউএনও শেরপুর থেকে লামা তাজপুর,দক্ষিন কালনিচর রাস্তার সংস্কারের দাবি জানাচ্ছেন -গোলাম রাব্বানী! লাখাইয়ে দুর্বৃত্তের দেওয়া আগুনে ছাই হলো খড়ের স্তূপ!

হবিগঞ্জে এমপির বাসায় হামলা শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর অভিযোগ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট!

হবিগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে আজ রোববার বিকেলে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনার জের ধরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তাঁরা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবু জাহিরের বাড়িতে আশ্রয় নেন।

পরে আন্দোলনকারীরা বাসাটি ঘিরে ফেলেন।

 

বিকেলে সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের লক্ষ্য করে বাসা থেকে গুলি ছোড়া হয়। বাসার দিকেও ইটপাটকেল নিক্ষেপ করছিলেন আন্দোলনকারীরা।

 

এতে অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত গুলিবিদ্ধ সাতজন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী ও সরেজমিন দেখা গেছে, রোববার দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সামনে জড়ো হন। বেলা যত বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তেই থাকে। প্রায় দুই ঘণ্টা বৃন্দাবন কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থানের পর বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের কোর্ট মসজিদ এলাকায় পুনরায় জড়ো হন।

বেলা আড়াইটার দিকে তাঁরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়কের উত্তর দিকে চৌধুরী বাজার অভিমুখে রওনা হন।
এদিকে শহরের পৌর টাউন হলের সামনে আজ বেলা ১১টা থেকে অবস্থান নেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

এ সময় তাঁদের লাঠিসোঁটা, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হতে দেখা যায়।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দুই থেকে তিন শ নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের উত্তর দিকে অগ্রসর হয়ে তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। গুলিতে ২০ থেকে ২৫ জন আহত হন। রণি (২৩), সায়েমসহ (২৬) পাঁচ শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা নিতে হাসপাতালে যান।

পরে আন্দোলনকারীরা আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিলে তাঁরা এমপি আবু জাহিরের বাড়িতে আশ্রয় নেন।

এরপর আন্দোলনকারীরা বাসাটি ঘিরে ফেলেন।

 

এ সময় তাঁদের লক্ষ্য করে বাসার ভেতর থেকে গুলি ছোড়া হয়। বাসার দিকেও ইটপাটকেল নিক্ষেপ করছিলেন আন্দোলনকারীরা। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন!

কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়কের তিনকোনা পুকুরপাড় এলাকা অতিক্রমকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের লোকজন তাঁদের উদ্দেশ্য করে গুলি চালান।

এতে তাৎক্ষণিক অর্ধশত আহত হন বলে এই ছাত্ররা দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট