1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বানিয়াচংয়ে আ: লীগের সাবেক সভাপতি ফরিদ মিয়া গ্রেফতার! বাহুবল কলেজ ছাত্রলীগ সভাপতি রায়হান গ্রেফতার! সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দীর মুক্তি! মুরাদনগর মাদক ব্যবসায়ী  রুবি ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা! হবিগঞ্জে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে এসএসসি পরিক্ষার্থী খুন! মুরাদনগরে হিন্দু নারীর বাড়িতে সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদ! ছাত্রদল নেতার মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল! নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার । বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার। লালমাই ওএমএস ডিলার রাকিব হোসেন বাবুলের স্মারকলিপি প্রদান

সময়ে সময়ে সুর পাল্টাচ্ছে হাছিনা পুত্র জয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।এরপর থেকেই শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগসহ নানা বিষয় নিয়ে সরব তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

 

গত ৫ আগস্ট জয় জানিয়েছিলেন শেখ হাসিনা বা তার পরিবারের কেউই আর রাজনীতিতে আসবেন না। তবে ১০ আগস্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় দাবি করেছেন, পদত্যাগই করেননি শেখ হাসিনা।

 

সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না।

৭ আগস্ট ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। রাজনীতিতে ফেরা নিয়ে জয় বলেন, আমাদের সঙ্গে তিনবার ক্যু করা হয়েছে। তিনবারই সব হারিয়ে বিদেশে থাকতে হলো।

 

আমি আর আমার মা বাদে আমরা বিদেশে অনেক বছর ধরেই আছি। আমরা এখানে সেটেল্ড।

আমাদের এখানের জীবনে কোনো অসুবিধা নেই। আমরা এখানে থাকতে অভ্যস্ত।

একই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেতাকর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তা দেন জয়।

বলেন, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আছি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরোনো এবং বড় গণতান্ত্রিক দল।

 

আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে।

আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’
৮ আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিবর্তন করেন জয়।

শেখ হাসিনা আর দেশে ফিরবেন না—শুরুর দিকে এমন কথা বললেও এদিন জয় বলেন, শেখ হাসিনা বাংলাদেশ ফিরবেন।

 

জয় বলেন, ‘শেখ হাসিনা অবসরপ্রাপ্ত না সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’

 

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে জয় বলেন, ‘গত কয়েকদিন আমাদের দলের নেতা ও কর্মীদের ওপর হামলার পর অনেক কিছু পাল্টে গেছে।

এখন আমরা আমাদের মানুষদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা করব।

আমরা তাদের একা ছেড়ে যাব না।’
একই দিন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে, সেটি তারা কেউ ধারণা করতে পারেননি।’

৯ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন, তার মা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন।

একই দিন টাইমস অব ইন্ডিয়াকে জয় বলেন, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন।

জয় জানান, নেতাকর্মীরা চাইলে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত।

 

সবশেষ আজ শনিবার ১০ আগস্ট ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে জয় বলেন, ‘আমার মা (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী পদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।

তাকে সে সময়টুকু দেওয়া হয়নি।’
জয় বলেন, যদিও রাষ্ট্রপতি সেনাপ্রধান ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন।

কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ‘আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে’।

জয় আরও বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তবে তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে।’ তবে তিন মাসের মধ্যে নির্বাচন না দিলে কী হবে তা নিয়ে কিছু বলেননি সজীব ওয়াজেদ জয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট