মোস্তফা গাজী বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি।। জামালপুরের বকশীগঞ্জে মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুর ১টার দিকে মডেল প্রেসক্লাবের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু সঞ্চালনায় মাসিক সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ প্রতিনিধি আশরাফুল হায়দার, দৈনিক সবুজ নিশানের বকশীগঞ্জ প্রতিনিধি মাহবুর রহমান (ময়ুর), বাংলা ৭১ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি শাহনাজ পারভিন, এশিয়ান টিভির বকশীগঞ্জ প্রতিনিধি মোস্তফা গাজী, সাপ্তাহিক নবপ্রান পত্রিকার বকশীগঞ্জ আল আমিনসহ আরো অনেকেই।
সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।