রুহুল আমিন সুজন।
রাতভর বৃষ্টিতে জলবদ্ধতা রাজধানী ঢাকা।
গতকাল ২ সেপ্টেম্বর রাতে এবং ৩ সেপ্টেম্বর সকাল পর্যন্ত এক টানা ভারী ও হালকা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন বড় বড় শহড়গুলো এবং রাজধানী ঢাকায় বৃষ্টির পানিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়।
বহমান বর্ষার এ মৌসুমে গত বেশ কয়েক দিন সূর্যের প্রখর তাপদাহে হঠাৎ বৃষ্টি জনমনে স্বস্তিদায়ক হলেও জলবদ্ধতা রাজধানীবাসির বড় ভোগান্তি।
সচিবালয়,বিভিন্ন অফিস পাড়া,হাসপাতাল,অভিজাত মার্কেটগুলো,বিভিন্ন ইউনিভারসিটি,কলেজ ও স্কুলে আসা যাওয়া সাধারন মানুষ ও ছাত্রদের হাটা,রাস্তাপারাপারে কিংবা রিক্সা,মোটরসাইকেল,সিএনজি,প্রাইভেট গাড়ি করে যাতায়াতে ব্যাপক প্রতিবন্ধতা সৃষ্টি হচ্ছে।
এ বৃষ্টিপাতের কারণে কোন কোন রাস্তায় হাঁটু পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যা ব্যপক যানজটে আটকাপড়ে
ঢাকা শহরের বিভিন্ন ট্রাফিক সিগনাল পয়েন্টগুলো।ইঞ্জিনে পানি ঢুকে অচল হয় কিছু চলমান যান। যা বিভিন্ন রাস্তায় ঠেলতে দেখা যায় বিভিন্ন গাড়ির ড্রাইভারদের।
তবে সকালে শেষভাগে বৃষ্টি থেমে গেলে ঢাকা শহরের রাস্তায় দুপুরে আর কোন জমাট পানি দেখা যায়নি।
যানজট কিছুটা কমে স্বাভাবিক চলাচল করতে থাকে ঢাকা শহরে চলা গাড়িগুলো এবং জনজীবনে আসে জলবদ্ধতা স্বস্তি।