1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ০১! ঝিনাইদহের কালীগঞ্জে মিষ্টি আঙুর চাষে সফল আলামিন। লালমাই উপজেলায় রহস্যজনকভাবে গায়েব সৌর লাইট স্ত্রীর মিথ্যা মামলায় ৩ বছর কারাভোগের পর জামিন পেলেন নবীগঞ্জের সুহেল! গোপালগঞ্জে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু লাশ উদ্ধার নরসিংদীর পলাশ উপজেলার ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার। মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান!  মোহনগঞ্জে বিদ্যালয় থেকে সিলিং ফ্যান চুরি গোপালগঞ্জে কোটালীপাড়া কবি সুকান্তের মৃত্যুবার্ষিকী গোয়াইনঘাটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন!

মহালছড়িতে আশিকা ডেভেলপমেন্টের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

 

উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়িপ্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এর উদ্যোগে আকস্মিক বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য জুরুরি হাইজিন কিট, সুরক্ষা ও খাদ্য সামগ্রী সহায়তা যুক্তরাজ্যের ইউকেএইড(UKAID), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড (JOA) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর যৌথ আর্থিক সহায়তায় প্রদান করা হয়েছে।
১৫ই সেপ্টেম্বর সোমবার সকাল ১১.০০ টার সময় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা”- এলার্ট বি০৫৭ প্রকল্পের আওতায় মহালছড়ি উপজেলা চারটি ইউনিয়নের ৩৫০ পরিবারের পর্যায় ক্রমে আজ সদর ইউনিয়নে ১২০ পরিবার বন্যাদুর্গদের ত্রাণ বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহালছড়ি উপজেলা ভুমি অফিসে এসিল্যান্ড সিরাজুল মনিরা কাইশান, এছাড়া ও বক্তব্যে রাখেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস- প্রোগ্রামের ম্যানেজার অর্জন চাকমা, এডমিন ম্যানেজার ডাঃ ঝুমুলিয়া চাকমা,,মহালছড়ি সদর ইউনিয়ন মেম্বার শাহাদাৎ হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবে সভাপতি দীপক সেনসহ বক্তব্য রাখেন, এছাড়া ও আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস- মহালছড়ি উপজেলা ইউনিয়নে কো-অর্ডিনেটর সুজন তষ্ণঙ্গ্যা, উপজেলা সম্নায়কারী সুব্রত চাকমা,মহালছড়ি সদর ইউনিয়নে মেম্বার সদস্যরা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করা হয়।
বন্যাদুর্গদের সহায়তা রয়েছে খাদ্যর রান্নার উপকরণ, স্বাস্থ্য সামগ্রী এবং সুরক্ষা সামগ্রী- প্লাস্টিকে বালতি ১টি,ডেটল সাবান ৩টি, হুইল পাউডার ১কেজি, স্যানিটারি ন্যাপকিন ৪ পেকেট, প্লাস্টিক মগ ১ টি, নেইল কাটার ১টি,ভিমবার ২টি, খাবার সেলাইন ১০টি,বদনা ১টি, টুথব্রাশ ১টি, টুথপেষ্ট ১টি,চাউল ২৫কেজি, মনুর ডাল ২ কেজি, সয়াবিন ৪ লিটার,লবণ ২ কেজি,আলু ৫ কেজি,রসুন ৫০০ গ্রাম,লাইটার (ব্রাইট স্টার) ১টি, রির্চাজেবল ল্যাম্প ১ টি।
এডমিন ম্যানেজার ডাঃ ঝুমুলিয়া চাকমা বলেন, বন্যা ক্ষতিগ্রস্তদের ১৫ দিনের স্বাস্হ সম্মত হাইজিন কিট ও স্বাস্হ্য সম্মত খাদ্য ও রান্না সামগ্রী প্যাকেজ উপকরণ দেওযা হয়েছে। আমাদের প্রতিনিধি সরজমিনে আসল বন্যা ক্ষতিগ্রস্তদের মাঠ পর্যায়ের পরিস্থিতি অনুযায়ী যোগ্য পরিবারকে ত্রাণ পৌঁছে দিচ্ছি।
এছাড়া ও আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এর উদ্যোগে স্বাস্থ্যসেবায় দুই দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পে মহালছড়ি সদর, মাইসছড়ি, মুবাছড়ি এবং কায়াঙঘাট ইউনিয়নের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট