
মোঃ মনির উদ্দিন
প্রতিনিধি দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবলীগের সদস্য ও বাংলাবাজার ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ি মোজাম্মেল হক বকুল গ্রেফতার ।
শুক্রবার(১৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাবাজার জামে মসজিদ সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।
ওই মামলায় সাবেক এমপি মুহিবুর রহমান মানিক ও বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোছাইন সহ সুনামগন্জের অনেক নেতাকর্মি জেলহাজতে রয়েছেন।