আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
২১ অক্টোবর রোজ সোমবার বাগমারা বাজারে লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ স্যার মহোদয়
সড়কের দুই পাশে এবং অলিগলি অবৈধ দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেন।
বাগমারা বাজার জিরো পয়েন্ট থেকে শুরু করে রেলগেট পর্যন্ত, ধান বাজার তরকারি বাজার গলি হয়ে কলাবাজার পর্যন্ত।
বাগমারা জিরো পয়েন্ট থেকে মেইন রোডের উত্তর বাজার পর্যন্ত যানজট নিরেশনে অভিযান পরিচালনা করেন।
নির্বাহী অফিসার আরো বলেন জনস্বার্থে আমার এই অভিযান অব্যাহত থাকবে।বাগমারা বাজারের প্রত্যেকটা পানির ড্রেন সংস্কার করা হবে বলে জানান,
এ সময় বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, বাজারের বিভিন্ন পেশার ব্যবসায়িক গণ উপস্থিত ছিলেন।
সকল অবৈধ দখলদার ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন আইন অমান্য করলে পরবর্তীতে নিরাপদ সড়ক আইনে মামলা করে জরিমানা করা হবে।