উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ-
২১,নভেম্বর বৃহস্পতিবার উজিরপুর উপজেলাধীন হারতা বাজার উত্তর পাড় ভোক্তা অধিকার বরিশাল জেলা কার্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৭ টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আর-ও ছিলেন সহকারী পরিচালক সুমি রাণী মিত্র ও ইন্দ্রানী দাস।
প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নূরুল আলম বখতিয়ার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের মোঃ মেহেদী হাসান।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে উজিরপুর মডেল থানার উপপরিদর্শক ও চৌকশ পুলিশ সদস্যবৃন্দ দায়িত্ব পালন করেন।