1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে শিক্ষার্থীকে অপহরণ,মুক্তিপণ দাবি, গ্রেপ্তার দুইজন। হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা প্রদান! চীনের যুবক প্রেমের টানে গোপালগঞ্জে! লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা।

কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ আহত-৮।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া নামক স্থানে যাত্রীবাহী বাস রুপসা পরিবহনের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৮ জন।
শনিবার বিকেল সাড়ে ৩ টার যশোর-ঝিনাইদহ সড়কের বেজপাড়া তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- যশোরের নওয়াপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে সবুজ হোসেন (৩০), খুলনার ফুলতলা এলাকার হাসিম শেখের ছেলে কিবরিয়া হোসেন (৫০), ঝিনাইদহের খাজুরা এলাকার আশরাফুল ইসলামের ছেলে শাহাবুদ্দিন (২৮), আরাপপুর এলাকার শফিউদ্দিনের ছেলে সবুজ হোসেন (৩৮), মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকার আনিচুর রহমানের স্ত্রী লিপি খাতুন (৩০), কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া এলাকার তুষার দত্তের স্ত্রী কৃষ্ণা দত্ত (৩৭), শিবনগর এলাকার আব্দুল করিম গাজীর ছেলে জাহিদুল ইসলাম (৫২) ও চৌগাছা উপজেলার মাড়–য়া এলাকার আবু কালামের স্ত্রী জাহানারা বেগম (৪৫)। এরমধ্যে সবুজ হোসেন ও শাহাবুদ্দিনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতলে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা যশোরগামী রুপসা পরিবহন যাত্রীবাহী বাসের সঙ্গে ঝিনাইদহ গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটির যাত্রী ও কাভার্ড ভ্যানের চালকসহ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ৮ জনকে আনা হয়। এরমধ্যে সবুজ ও শাহাবুদ্দিন নামে দুইজনকে যশোরে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট