1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে শিক্ষার্থীকে অপহরণ,মুক্তিপণ দাবি, গ্রেপ্তার দুইজন। হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা প্রদান! চীনের যুবক প্রেমের টানে গোপালগঞ্জে! লালমাইয়ে খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈছাআ নেতৃবৃন্দ!  মোহনগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। আজমিরীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আমির হোসেন ভুইয়াকে স্টাফ রিপোর্ট নিয়োগ প্রদান! গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৬ শিশুসহ ২০যাত্রী আহত! মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা। কালীগঞ্জ পৌরসভার ৭৪ কোটি টাকার জন কল্যাণ মুখী বাজেট ঘোষণা।

বি-বাড়িয়ায় সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

 

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলাস্থ লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি
তাজুল ইসলাম (চেয়ারম্যান) ও প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের দুর্নীতি ও লুটপাটের দ্রুত সুষ্ঠু বিচারের দাবী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খবর নিয়ে জানা যায়, লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি তাজুল ইসলাম,   সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও সহকারী শিক্ষিকা কর্তৃক প্রতিষ্ঠানের আয়-ব্যায় সংক্রান্ত ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।

অভিযোগ হিসেবে চতুর্থ শ্রেণীর চারজন কর্মচারী নিয়োগে দশ লক্ষ আট হাজার টাকা, প্রতিষ্ঠানের বই ক্রয়ের নামে ভুয়া ভাউচার করে ০৩ লক্ষ টাকা, প্রতিষ্ঠানের বালু বিক্রি করে ১০ লক্ষ টাকা আত্মসাৎ সহ অন্যান্য আর্থিক কেলেংকারীর অভিযোগ তাদের নামে উঠে এসেছে।

ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদ সরকার ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার পর, এলাকাবাসী তাদের আত্মসাৎ এর খবর জানতে পারে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে হিসাব চাইলে ভয়ে সে পদত্যাগ করেন এবং তাজুল ইসলাম চেয়ারম্যান পালিয়ে বেড়ান।
অভিযুক্তরা তাদের অর্থ আত্মসাৎ এর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টায় মরিয়া হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও হয়রানি মূলক মামলা দায়ের করেন।

উক্ত বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মানববন্ধনে বক্তারা
দুর্নীতির স্বচ্ছ তদন্ত করে বিচারের দাবি করেন
এবং হয়রানি মুলক মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলার দ্রুত প্রত্যাহার করার দাবি জানান।
পত্তন ইউনিয়ন বিএনপির তিনবারের সাবেক সফল সাধারন সম্পাদক,বর্তমান সিনিয়র সহ সভাপতি, লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হাজী হাবিবুল্লাহ মুঞ্জুর আলী মেম্বারের সভাপতিত্ত্বে, মুফতি রঈস উদ্দিন আমিনীর পরিচালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখার সহ-ছাত্র বিষয়ক সম্পাদক, যুব উলামা পরিষদ বিজয়নগর এর সভাপতি
ও উক্ত প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য মুফতি রহমতুল্লাহ কাসেমী, সাবেক ছাত্রদল নেতা,দাতা সদস্য এ বি এম মাসুম রেজা, বিশিষ্ট সমাজসেবক জনাব বজলুর রহমান,
সাদেক মেম্বার, নুরুল ইসলাম মেম্বার,পত্তন ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক জনাব দারু মিয়া, পত্তন ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক জালাল মিয়া, আবদুর রহমান মেম্বার, সাদেকুল ইসলাম , মঙ্গল মিয়া
,যুবদল নেতা রুবেল, জুয়েল, ফজর আলী, সুরুজ মিয়া,
বিজয়নগর উপজেলা বিএনপি, পত্তন ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ০৫টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের ছবিতে জুতা নিক্ষেপ, ঝাড়ুর বাড়ি ও আগুন জ্বালিয়ে তীব্র ঘৃণা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট