মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর একটি ইউনিট।
শুক্রবার (৩ জানুয়ারি ২৫) ইং দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল জানান,
ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে।
এ অভিযোগে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার আসামি তিনি!