1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ০১! ঝিনাইদহের কালীগঞ্জে মিষ্টি আঙুর চাষে সফল আলামিন। লালমাই উপজেলায় রহস্যজনকভাবে গায়েব সৌর লাইট স্ত্রীর মিথ্যা মামলায় ৩ বছর কারাভোগের পর জামিন পেলেন নবীগঞ্জের সুহেল! গোপালগঞ্জে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু লাশ উদ্ধার নরসিংদীর পলাশ উপজেলার ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার। মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন ইউপি চেয়ারম্যান!  মোহনগঞ্জে বিদ্যালয় থেকে সিলিং ফ্যান চুরি গোপালগঞ্জে কোটালীপাড়া কবি সুকান্তের মৃত্যুবার্ষিকী গোয়াইনঘাটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন!

ছাত্র অধিকারের কেন্দ্রীয় নেতা অন্তর ঢাকা থেকে উদ্ধার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ
পটুয়াখালী প্রতিনিধি

গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরকে (৩০) উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ৫৪ ঘণ্টা পর আজ রোববার সকাল সোয়া ছয়টায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশরাফাবাদ এলাকা থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিশ।

রবিউল আউয়াল অন্তর ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা।

কলাপাড়া থানা–পুলিশ সূত্রে জানা গেছে, অন্তরকে উদ্ধার করার পর পটুয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের মার্কেটে রবিউল আউয়াল অন্তরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার সময় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তিনি নিজের মোটরসাইকেলে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা।

কলাপাড়া থানা–পুলিশ তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা–সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। এর কিছুটা দূর থেকে তাঁর হেলমেটও উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

অন্তরের নিখোঁজ হওয়ার পর তাঁর বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে কলাপাড়া থানায় গত শুক্রবার একটি মামলা করেন।

তুষার আল মামুন বলেন, ‘কলাপাড়া পৌর শহর থেকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে আমার ভাই নিখোঁজ হয়। এরপর গভীর রাতে কলাপাড়া থানা থেকে কল পেয়ে আমরা বিষয়টি জানতে পারি।’

অন্তরের বাবা মো. সোলায়মান মৃধা বলেন, ‘আমার ছেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায় ও পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এরপর হঠাৎ আমার ছেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। ছেলের নিখোঁজ হওয়া নিয়ে আমরা গত তিন দিন আতঙ্ক আর উৎকণ্ঠায় ছিলাম। তবে অন্তরকে খুঁজে পাওয়ার খবরে আমরা পরিবারের সবাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।’

সোলায়মান মৃধা আরও বলেন, ‘তবে কীভাবে অন্তরকে খুঁজে পাওয়া গেল, তা আমরা কিছুই জানি না। আমরাও চাই, ওর নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচিত হোক।’

এই বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ‘অন্তরকে কামরাঙ্গীরচর এলাকায় তাঁর এক বন্ধুর বাড়ি থেকে কেরানীগঞ্জ থানা–পুলিশের সহায়তায় কলাপাড়া থানা–পুলিশ উদ্ধার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট