1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:১২ অপরাহ্ন

হবিগঞ্জের বাহুবলে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

 

হবিগঞ্জের বাহুবলে অবৈধ ভাবে পরিচালিত নিউ রয়েল ব্রিকস ও রবিন ব্রিকস নামে দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১০ মার্চ ২৫)ইং দুপুরে অভিযান চালিয়ে এই ইটভাটা দুটি ধ্বংস করেন প্রশাসন!

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস।

এ সময় যৌথ বাহিনী তাকে সহযোগিতা করেন!

জেলা প্রশাসনের তথ্যমতে, হবিগঞ্জ জেলায় মোট ৯৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৪টি অবৈধ।

এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে।

এর অংশ হিসেবে সোমবার বাহুবল উপজেলার মিরপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটা এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জিত চন্দ্র দাস জানান, অবৈধ ৪টি ইটভাটার মধ্যে দুইটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট