এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||
শহরতলীর মালনীছড়ায় উদ্ধারকৃত খাস জমিতে বৃক্ষরোপণ করেছে জেলা প্রশাসন। এর মাধ্যমে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শুক্রবার দুপুরে মালনীছড়া ২য় খন্ড মৌজায় ৬৯ নং জেএলএর ১ নং খতিয়ানের ১০ নং দাগে উদ্ধারকৃত খাস জমির ২.৮৪ একর জমিতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার উজ জামান, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) মাহমুদ আশিক কবির, সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ,সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।
উল্লেখ্য, উদ্ধারকৃত ভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ দেড় হাজার বৃক্ষ রোপণ করা হবে।