লুৎফর সিকদার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে একটি বাস আটক করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, ফরিদপুরের র্যাব- ১০ এর স্কোয়াড্রন লিডার মো. তরিকুল ইসলাম।
র্যাব সূত্রে জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ভাটিয়াপাড়া মোড়ে একটি বাস আটক করে। বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। তল্লাশির পর মনির (৫৫) ও ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তারা ঢাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আটককৃতদের ভাটিয়াপাড়া র্যাব–৬ ক্যাম্পে নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।