রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদী বলে দাবিদার কথিত নুরুল হক ওরফে নূরু পাগলের (৮৫) লাশ কবর দেওয়া’কে কেন্দ্র করে টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিক্ষুব্ধ তৌহিদী জনতা নূরু পাগলের মাজার ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে কবর থেকে নুরু পাগলের লাশ উঠিয়ে পুড়িয়ে দেয়।
গত ২৩ আগস্ট নূরু পাগলের মৃত্যুর পর তার পরিবারের সিদ্ধান্তে তাকে নিজ বাড়ির সামনে প্রায় ১২ ফুট উঁচু একটি কাঠামোর ভেতরে কবর দেওয়া হয়। পরবর্তীতে কবরটি কাবা শরীফের আদলে রঙ করে, হযরত ইমাম মাহাদী (আঃ) দরবার শরীফ’ নামে ব্যানার টানানো হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়, যার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঐ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতা।
এ/এস (৫ সেপ্টেম্বর-২৫) 01711050737