মোঃহেলাল উদ্দিন,পানছড়ি
খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় লৌগাং জোনের (৩ বিজিবি) অভিযানে ফের অবৈধ চোরাই কাঠ আটক করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লৌগাং জোনের নায়েব সুবেদার মোঃ তুষারের নেতৃত্বে বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করা হয়।যার বাজার মূল্য ৭৩৬৫০ টাকা ।
বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি এলাকা থেকে সেগুন কাঠ চুরি করে এনে পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নায়েব সুবেদার মোঃতুষার জানান, বনজ সম্পদ রক্ষায় বিজিবির অভিযান সবসময় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।