এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মরহুম দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট জেবুন নাহার সেলিম বলেছেন, “বাংলার মানুষ টানা ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গুম, খুন আর মানুষ হত্যার মধ্য দিয়ে তিনি তার গদি টিকিয়ে রেখেছেন।”
বুধবার (১ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগরে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এডভোকেট জেবুন নাহার সেলিম বলেন, বিএনপি এমন একটি দল যেখানে সন্ত্রাসী কার্যক্রম বা চাঁদাবাজির কোনো স্থান নেই। এ বিষয়ে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের কড়া হুঁশিয়ারি রয়েছে। প্রমাণসাপেক্ষে যদি বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাস বা চাঁদাবাজির সাথে যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।”
সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমরা তার হয়েই কাজ করবো। তবে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার চেষ্টা চালাবো। সেই সাথে আপনাদের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করাই হবে আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, এলাকার মানুষের সহযোগিতায় যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সেবা ও শিক্ষা খাতে উন্নয়ন ঘটাতে সর্বাত্মক চেষ্টা করবো।
সভায় কয়েক সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকো ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে এডভোকেট জেবুন নাহার সেলিম উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।