এম এ আকবর বিশেষ প্রতিনিধি
“শৈশব থেকেই শিশুদের সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয় মাইজভাণ্ডারী দর্শন। ধর্ম মানুষকে ভদ্র, বিনয়ী, পরমতসহিষ্ণু এবং যুক্তিবাদী হতে শেখায়। শিশু-কিশোরদের সংকীর্ণতা থেকে বের করে তাদের সুপ্ত প্রতিভার কল্যাণকর বিকাশ করা, উন্মুক্ত মনের অধিকারী করা এবং মানবতার চেতনায় উজ্জীবিত ব্যক্তিত্ব তৈরি করার একটি প্রচেষ্টা জ্যোতি ফোরামের এই আয়োজন।”
বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরিফ মহান ২৬শে আশ্বিন উপলক্ষে জ্যোতি ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত ‘৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
গত ০৪-১০-২০২৫ইং, শনিবার, ফটিকছড়ির হারুয়ালছড়িস্থ পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদ সভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবেদীন তাওরাত। সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জ্যোতি ফোরামের উপদেষ্টা জনাব মোহাম্মদ নুরুল আনোয়ার, মোহাম্মদ আব্দুল মান্নান, এস. এম. এমরান, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ মোহাম্মদ শফিউল আজিম সুমন, রাজর্ষি বড়ুয়া, সৈয়দ মোহাম্মদ গোফরান উদ্দীন, আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মঞ্জিলের সভাপতি জনাব মোহাম্মদ আজম, সহ-সভাপতি মোহাম্মদ এহসান উল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম এবং শোকর-এ-মওলা মঞ্জিল নির্বাহী পর্ষদের সদস্য মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী ও মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকমণ্ডলী, জ্যোতি ফোরাম ও আশেকানে হক ভাণ্ডারীসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপস্থিত বক্তৃতা, সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন এবং রচনা—এই পাঁচ বিষয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।