1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে হত্যা মামলায় একজনের আমৃত্যু ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু। লালমাইয়ে মাদক ও স্মার্টফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কোম্পানীগঞ্জে সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ। চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনে যৌথবাহিনীর অভিযানে ১৪ জন আটক। অবৈধ বালু ব্যবসা ও এলজিডির অবহেলায় ভেঙে গেছে সোনারহাট গোয়াইনঘাট রোড! গোদাগাড়ীর তিরোভাব তিথি মহাউৎসবে ভক্তরা উজ্জীবিত।  গোয়াইনঘাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে হাকিম চৌধুরীর মতবিনিময় নরসিংদীতে টাইফয়েড টিকার গুজব থেকে সতর্ক থাকুন সিভিল সার্জন।  পানছড়িতে বিএনপির গণসংযোগ ধানের শীষে ভোট চেয়ে

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনে যৌথবাহিনীর অভিযানে ১৪ জন আটক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।

হবিগঞ্জের চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের কালে ১৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১২ অক্টোবর) ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালিত হয় উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ ছিল।

অভিযান চলাকালে বালু উত্তোলন কালে ১৪ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

আটকরা হলেন- উলুকান্দি গ্রামের তৈয়ব আলীর পুত্র নুর উদ্দিন (৩৩), নিশাপট গ্রামের শাহজাহান মিয়ার পুত্র জাকারিয়া (২৬), আব্দুল্লাপুর গ্রামের মতলিব মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), কাঠালবাড়ি, শানখলা গ্রামের শহিদ মিয়ার পুত্র শাহীন মিয়া (২১), পূর্ব পঞ্চাশ গ্রামের আবদুল জলিলের পুত্র ওয়াহিদ মিয়া (২৩), মহিমাউড়া, শানখলা গ্রামের আব্দুল হাই; পুত্র আব্দুল করিম জুনেদ (১৯) কাঠালবাড়ি গ্রামের মো. আইদর আলীর পুত্র মো. ইউসুফ (২৩), হলহলিয়া বাবুল মিয়ার পুত্র মো. এনামুল হক (১৯), ডেউয়াতলী, শানখলার আব্দুল মন্নানের পুত্র মো. জামাল মিয়া (২১), ফান্দ্রাইল, শানখলার মতিন মিয়ার পুত্র রিপন মিয়া (২৪), বরমপুর গ্রামের মো. মহিদুল আলীর পুত্র মো. নয়ন মিয়া (২২) দেউন্দি গ্রামের আনজব আলীর পুত্র মো. আতর আলী (৪২) দেউন্দি মো. আনজব আলীর পুত্র মো. নুরুল ইসলাম (৪৩) কাঠালবাড়ি, বদরগাজির ওয়াহিদ মিয়ার পুত্র মো. সারাজ মিয়া (৩০)।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংসকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট