
আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে শারফিন টিলা এলাকায় অবৈধভাবে পাথর লুটপাট ও বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে ভোলাগঞ্জে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার (০১ নভেম্বর ২০২৫) দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে শাহ আরিফিন রোডের মাথায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথর বোঝাই একটি ট্রলি বেপরোয়া গতিতে চলার সময় সাদা পাথর পর্যটন স্পটে আসা যাত্রীবাহী একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি সামনে থাকা মহেন্দ্র ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পর্যটকবাহী সিএনজির পাঁচ যাত্রী ও একজন চালক গুরুতর আহত হন।
আহতদের প্রাথমিকভাবে পরিচয় ঠিকানা জানা যায়নি, আহতরা হলেন, সম্রাট (৩০) সুমাইয়া (২৮), ছাওদা (১০), সিনান (৭), জিয়াউল হক (৭০) ও সিএনজি চালক রমজান আহমেদ (২৮)। দুর্ঘটনায় গুরুতর আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজন মারা গেছেন, তবে নিহতদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটর ও সিএনজি (নম্বর: সিলেট-থ ১২-৫৮৩৯) হেফাজতে নিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম জানান, পাথরবোঝাই ট্রলির চালককে আটক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, অবৈধ পাথর উত্তোলন ও ট্রলি চলাচলের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কার্যকর উদ্যোগ ছাড়া এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বলে মনে করছেন তারা।