(বিশেষ প্রতিনিধি- মোঃ সবুজ আলী )
কাশিমপুর কারাগারের ভিতরে গত কাল মঙ্গলবার ( ৬আগস্ট) বিশৃঙ্খলা হয়েছে। এতে দেয়াল টপকে আসামি পালিয়েছে ২০৯ জন। কারারক্ষী পুলিশ সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর সাহায্য চায়।তাৎক্ষণিক হেলিকপ্টার দিয়ে সেনা সদস্য এসেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। জঙ্গি সহ নিহত ৬ জন,কারা রক্ষীদের নিরস্ত্র করা হয়েছে বর্তমানে ৪০০ জন সেনা সদস্য দায়িত্ব পালন করছে। নিহত ব্যক্তিদের লাশ গাজীপুর জয়দেবপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে।আর আজকে ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিভিন্ন জেলার মানুষ তাদের স্বজনদের মুক্তি পাবে, খবর পেয়ে অপেক্ষার প্রহর গুনছেন।কেননা তারা অনেকটাই হতাশের মধ্যে আছে। কারাগারের ভিতর থেকে তাদের স্বজনরা যতখন মুক্তি না পাচ্ছে। অন্য দিকে সেনাবাহিনীর সেনারা বলছেন ,যেসব কারা বন্দী মুক্তি পাবার কথা তারা মুক্তি পাবে।কিন্তু এই কারাগারে কিছু বড় বড় সন্ত্রাসী আছে। তাই একটু দেরী হচ্ছে,আপনারা ধর্য ধরেন।কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না।