রাইম খন্দকার প্রতিনিধি ঢাকা।
০৯/০৮/২০২৪ তারিখে আজিমপুরের ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, ঘুস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠনে অগ্রভুমিকা পালন করেছে, লালবাগ আজিমপুরে ছাত্র জনতা।
লালবাগ আজিমপুরে ছাত্র জনতার সাথে কথা বলতে চাইলে রাসেদ নামক একজন ছাত্র বলেন আমরা নিরপেক্ষ আমরা দেশে শান্তি শৃঙ্খলা চাই আমাদের দেশে কোন ধরণের চাঁদাবাজি সন্ত্রাসী ঘুস নৈরাজ্য চলবে না।
তিনি বলেন আমরা ইতিমধ্যে সবার কথা চিন্তা করে অনেক উদ্যোগ গ্রহণ করেছি, এখন আমরা এগুলো বাস্তবায়ন করবো এবং আরো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো এবং আমাদের লালবাগ আজিমপুরে কোন ছাত্র-ছাত্রী ভাই বোন ও সাধারণ জনগণকে যদি কোন হয়রানি শিকার করা হয়।
তাহলে লালবাগ আজিমপুরের ছাত্র জনতা চুপ থাকবে না। তারা বলেছেন লালবাগ আজিমপুরে কোন শিক্ষার্থী অথবা সাধারণ জনতা যদি বিপদে পরে অথবা কোন সমস্যা হয় আমরা তাদের পাশে থাকবো।
তিনি লালবাগ আজিমপুরের সকল শিক্ষার্থীদের উদেশ্যে বলেন আপনাদেরকে আহ্বান জানাই আমাদের সাথে থেকে সরাসরি কাজ করার, দেশ আমার আপনার আমাদের আসেন সকলে মিলে দেশ সংস্কারের কাজ করি। তারা লালবাগ আজিমপুরের সাধারণ জনতাদের সহযোগিতায়ও চেয়েছেন।