1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে বিজিবির অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ। আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ডাদেশ নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যায় র‍্যাবের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল গ্রেফতার। বাহুবলে নাশাকতাকান্ডের দায়ে  ৫ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার।  হবিগঞ্জসহ দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার। গোপালগঞ্জে ০৩প্লাটুন বিজিবি মোতায়েন । মহানগরী জামায়াতের পক্ষ থেকে বই উপহার দিয়ে বিদায়ী ডিসিকে শুভেচ্ছা, নরসিংদীতে বিভিন্ন অপরাধে জড়িত ৫৫ জন গ্রেপ্তার। পানছড়িতে আইনজীবীদের গনসংযোগ ধানের শীষে পক্ষে সমর্থনের ডাক

কুমিল্লা জেলার ১৮ থানায় ১১টিতে নতুন ওসি 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

আহসান উল্লাহ রাজু কুমিল্লা প্রতিনিধি!

কুমিল্লায় পুলিশের থানা পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলার ১৮টি থানার মধ্যে ১১টি থানায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গতকাল শনিবার রাতে জেলা পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে রদবদলের বিষয়টি জানানো হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, ১১টি থানায় নতুন ওসি পদায়ন ছাড়াও জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) নতুন ওসি এবং সদর কোর্টসহ সব মিলিয়ে ১৫ জন পুলিশ পরিদর্শককে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।

কুমিল্লার সদর কোর্ট পুলিশ পরিদর্শক মাহবুবুল হককে বদলি করে মুরাদনগর থানার ওসি, মুরাদনগর থানার বর্তমান ওসি প্রভাষ চন্দ্র ধরকে বদলি করে সদর কোর্টের পরিদর্শক, তিতাস থানার ওসি কাজী নাজমুল হককে বদলি করে বরুড়া থানায়, বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে বদলি করে পুলিশ লাইনসে, কুমিল্লা পুলিশ লাইনসের পরিদর্শক সাজ্জাদ করিম খানকে জেলা ডিবির ওসি, পুলিশ লাইনসের পরিদর্শক মহিনুল ইসলামকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি, চৌদ্দগ্রাম থানার ওসি নাজমুল হুদাকে চান্দিনা থানায়।

পুলিশ লাইনসের পরিদর্শক এ টি এম আক্তারুজ্জামানকে চৌদ্দগ্রাম থানায়, পুলিশ লাইনসের পরিদর্শক জুনায়েদ চৌধুরীকে দাউদকান্দি মডেল থানায়, পুলিশ লাইনসের পরিদর্শক আজিজুল হককে বুড়িচং থানায়, পুলিশ লাইনসের পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলামকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায়, পুলিশ পরিদর্শক শাহ আলমকে লালমাই থানায়, হোমনা থানার ওসি জয়নাল আবেদীনকে মেঘনা থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা ডিবির পরিদর্শক আজিজুল ইসলামকে তিতাস থানায় এবং কুমিল্লা দক্ষিণ মডেল থানার ওসি আলী ভূঁঞাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট