মানিকগঞ্জে সন্ত্রাসীদের লাঠির আঘাতে রবিন মিয়া নামে এক ব্যাবসায়ী আহত হয়েছে।এসময় জানা গিয়েছে তার কাছ থেকে আনুমানিক ৬৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এব্যাপারে সদর থানায় লিখিত অভিযোগ করেছে মোঃ.রবিন মিয়া।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর, উপজেলার অরঙ্গবাদ মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী রবিন মিয়া জানান, রবিবার দুপুরের দিকে মিতরা এলাকার সন্ত্রাসী রাসেল(৩০) ও ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে অরঙ্গবাদ এলাকায় আমার মোটরসাইকেল থামিয়ে প্রথমে বাসের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মেরে রক্তাক্ত জখম করে। এসময় মোটরসাইকেলে ব্যাগের মধ্যে থাকা আনুমানিক ৬৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এবং আমার চাচাতো ভাই সুমন এগিয়ে আসলে তাকেও এলোপাতালি মেরে জখম করে,পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় ঘটনা ইস্থল থেকে।
তিনি আরো বলেন সন্ত্রাসী রাসেল আমার কাছে ইতিপূর্বে দুই লাখ টাকা চাঁদা দাবী করেছিল।আমি উক্ত টাকা না দেওয়ায় রাসেল আমার সাথে শত্রুতা শুরু করে।সেই শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে,এবং হামলা কারী রাসেল(৪০)মাদকের সাথেও জরিত জানা যায়।