মোস্তফা গাজী (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি:
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পন্ডিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর ) বিকাল ৩ টায় সর্বস্তরের আলেম উলামা ও তৌহিদী জনতার আয়োজনে পৌর এলাকার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যন্ড মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।মুফতি হামিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ আলী, মুফতি মহিব হাসান, মাওঃ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ শাহজালাল, মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ আব্দুল মতিন সহ আরো অনেকেই।এসময় বক্তারা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পন্ডিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করায় তাকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।