1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকাসহ নারী আটক। বৃন্দাবন সরকারি কলেজের বিভাগীয় প্রধানের পি.আর.এল -এ গমন কোম্পানীগঞ্জে শাহ আরেফিনে অবৈধ পাথর উত্তোলন বন্ধে ডিসির অভিযান। স্বেচ্ছাসেবক দল মহানগরের আহ্বায়কের নেতৃত্বে, গণপ্রচারণা অনুষ্ঠিত।  পাংশায় জবাই করে হত্যা মামলায় ১০জনের যাবজ্জীবন। সুন্দরবনে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার সরকারি অনুদানে নির্মিত সাকো প্রভাব খাটিয়ে নিজের নামে নামফলক ও সুবিধা ভোগের অভিযোগ। বাহুবলে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  শায়েস্তাগঞ্জ পুরাতন ব্রিজের পাশে রাতে আঁধারে মাটি উত্তোলনের মহোৎসব। ঘোড়াঘাটে সাব রেজিস্ট্রার অফিসের দাবিহীন ১৫ শতাধিক দলিল অগ্নিদগ্ধ করা হয়।

শ্রীপুরে পারিবারিক বিরোধের জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

 

রুহুল আমিন সুজন-গাজীপুর।

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় পারিবারিক বিরোধের জেরে ইয়াকুব আলী মাস্টার নিউ মার্কেটে সন্ত্রাসী হামলা ও সিসি ক্যামেরা ভাঙচুরসহ দোকানে তালা দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
গত সোমবার(১৪ অক্টোবর)দুপুরে মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাস্টার নিউ মার্কেটে এ ঘটনা ঘটেছে।এ বিষয়ে ইয়াকুব আলী মাস্টার নিউ মার্কেটের দোকানদাররা জানান,আমরা দীর্ঘদিন যাবত জামানতের টাকা এবং মাসিক ভাড়া দিয়ে বৈধভাবে দোকান চালিয়ে ব্যবসা করে আসছি।কিন্তু বেশ কয়েকদিন যাবত মালিক পক্ষের পারিবারিক কলহের জেরে একটি পক্ষ আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে হয়রানি করে আসছে।
এ মার্কেটের দোকানদাররা আমরা এখন আতঙ্কের মধ্যে রয়েছি।এবিষয়ে মরহুম ইয়াকুব আলী মাস্টারের ছোট ছেলে মোস্তফা কামাল জানান,আমার বাবা মারা যাওয়ার পর আমার অনান্য ভাইগণ আমাকে মাওনা চৌরাস্তার পৈত্রিক বাড়িটি বুঝাইয়া দিলে আমি বাড়ির সামনে দোকান নির্মান করিয়া বহু বছর যাবৎ ভোগ দখলে নিয়ত আছি।
কিন্তু বেশ কয়েকদিন যাবত আমার ছোট বোন তাহমিনা আক্তার হাসি এবং তার ছেলে তন্ময়সহ অজ্ঞাত লোকজন জমিজমা বাড়ি ও দোকান নিয়া শত্রুতা পোষণ করিয়া আমাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি দিয়া আমার মার্কেটের দোকান ভাড়া জোর পূর্বক উঠাইয়া নিয়ে যাওয়ার পায়তারা করছে।কিছুদিন পূর্বে তন্ময়সহ অজ্ঞাতনামা কিছু লোকজন আমাকে হুমকি ধামকি দেয়,পরবর্তীতে আমি গত ৭ অক্টোবর তাদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় গত সোমবার ১৪ অক্টোবর আমার মার্কেটে হামলা চালিয়ে মার্কেটের সিসি ক্যামেরা ভাঙচুর করে কয়েকটি দোকানে তালা লাগিয়ে দেয়।
পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ সরেজমিনে আসলে তাদের দেখে পালিয়ে যায়। এসব বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জয়নাল আবেদীন জানান লিখিত অভিযোগ দিয়ে থাকলে দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট