1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ জুন ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২০ জন শিবপুরের শীর্ষ সন্ত্রাসী  অস্ত্র ও গুলিসহ গ্রেফতার৷ ঝিনাইদহ শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ!  বিজয়নগরে দেশে আসা প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান পালিত। গোয়াইনঘাটের নদী অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেন-আজমল হোসেন! অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা! নরসিংদী জেলা মানবাধিকার কমিশন এর উদ্যোগে নৌকা ভ্রমণ। সালুটিকর,গোয়াইনঘাট রোডের কাজ দ্রুত সমাপ্ত না করলে কঠোর কর্মসুচী! আজমিরীগঞ্জে সুদের টাকার জেরে হত্যা ১৮ জনের বিরুদ্ধে মামলা!  পানছড়িতে চট্রগ্রাম মহানগর মটর চালক লীগ নেতা আটক

বড়লেখা সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশির গুলি বৃদ্ধ লাশ উদ্ধার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি: দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সমনভাগ চা বাগানের ভারতীয় সামীন্তবর্তী পাথারিয়া বনের গহীনে নিখোঁজ হওয়া গোপাল ভাগতি (৩৫) নামে এক বাংলাদেশির গুলিবৃদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সীমান্তের শূন্য রেখা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সমনভাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অখিল ভাগতির ছেলে গোপাল ভাগতি বাঁশ কাটতে পাথারিয়া বনের গহীনে যান। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে রোববার স্থানীয় কিছু চা শ্রমিক সীমান্তের ১৩৯১ ও ১৩৯২ নম্বর মূল সীমান্ত খুঁটির শূন্য রেখার ২০০ গজ অভ্যন্তরে একটি মরদেহ দেখতে পান।

একপর্যায়ে স্থানীয়রা সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে এবং জিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিহতের স্বজনদের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের ওপারে মরদেহ ফেলে গেছে। তার সাথে থাকা আরও কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় তারা রক্ষা পায়।

স্থানীয় বেলাল মিশুরি জানান, গোপাল বাঁশ আনতে পাহাড়ে গিয়েছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রোববার স্থানীয়রা খোঁজ নিয়ে ওই স্থানে তার মরদেহ পায়। মরদেহে গুলির চিহ্ন আছে। পুলিশ-বিজিবি এসে মরদেহ নিয়ে গেছে।

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ জানান, গোপালসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে গিয়েছিলেন। এসময় বিএসএফ গুলি করলে গোপাল নিহত হন। ভয়ে তার সঙ্গে থাকা বাকি কয়েকজন সেখান থেকে পালিয়ে এসেছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, রোববার কিছু চা বাগান শ্রমিক বিজিবির বিওপির টহল দলকে জানায়- সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর নিকটবর্তী এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে তারা দেখেছেন। পরে বিওসিটিলা বিওপির টহল দল তৎক্ষণিক পুলিশসহ সেখানে যায় এবং মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মৃতদেহ থানায় হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, মরদেহ থানায় পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য এটি মৌলভীবাজার সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট