1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ জুন ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

গোপালঞ্জে কৃষি সম্মেলন অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে কৃষি সংশ্লিষ্ট আটশত মানুষের অংশগ্রহণে বিশাল অনুষ্ঠিত হলো কৃষি সম্মেলন। গোপালগঞ্জে কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এই সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন। বুধবার (০৮ জানুয়ারী) সকালে স্থানীয় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

”শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত কৃষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

কৃষির সম্ভাবনা,কৃষকের সমস্যা ও সমাধানের কথা তুলে ধরে সম্মেলনের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও গোপালগঞ্জ জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি কে এম অলিউর রহমান বাবুল।
এছাড়াও জেলার কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিস্তর আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল, ফরিদপুর বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ এস. এম. ইকরামুল হক ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোবিন্দ সরদার,টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন শেখ ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না।
কৃষকের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলার করপাড়া গ্রামের কৃষক বিপ্লব সরকার,রঘুনাথপুর গ্রামের কৃষানী রিতা কীর্ত্তনীয়া, টুঙ্গিপাড়া উপজেলার কৃষক শক্তি কীর্ত্তনীয়া, পাকুরতিয়া গ্রামের খলিল শেখ, মুকসুদপুর উপজেলার কৃষক মামুন ফকির, গোহালা গ্রামের জাহিদ হোসেন,কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মো.বাবুল সিকদার,সার ডিলার কবির মাহমুদ,নূরুল আমিন প্রমূখ বক্তব্য রাখেন।
এই সম্মেলনের মাধ্যমে উঠে আসে কৃষিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, জেলার কৃষি সমস্যার সমাধান, জলাবন্ধতা নিরসন, কৃষি জমির উর্বরতা বৃদ্ধিতে রাসায়নিক সার পরিহার করে জৈবসার ব্যবহার, নিরাপদ সবজি উৎপাদনে কিটনাশক পরিহারসহ নানান বিষয়। এই সম্মেলনে জেলার সরকারি সকল দপ্তরের প্রধানসহ কৃষি সংশ্লিষ্ট আট শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট