ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর ধামইরহাটে শর্তসাপেক্ষ অতিদরিদ্রের পরিবারের মাঝে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়েছে । শনিবার (১ লা ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়াম রুমে ওয়াল্ড ভিশনের আয়োজনে অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ প্রতেকের মোবাইল একাউন্টে ১৮ হাজার টাকা করে মোট ৫৮ লক্ষ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ওয়াল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসের ভারপ্রাপ্ত এপি মানেজার ডেনিশ তপ্নের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব প্রভাষক আব্দুর রাজ্জাক,মাসুদ সরকার, আবু মুসা স্বপন, নাথন চৌকিদার,সহ বিকাস প্রতিনিধি ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। একই অনুষ্টানে ৩ হাজার ৪শত ১৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।
মোঃ নুরল ইসলাম
০১৭১০১৯০০১০